ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন  ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

দণ্ডিত জালাল উদ্দিন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরশেফালী গ্রামের মো. গণি চৌকিদারের ছেলে।

রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড আনাদায়ে তাকে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

রায় ঘোষণাকালে কারাগারে থাকা এ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

ভিকটিমের পক্ষে আইনি সহায়তা দেওয়া বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। উচ্চ আদালতে এ সাজা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আমিনপাড়ায় একটি দোকানের সামনে পাঁচ বছর বয়সের ওই শিশুটি খেলা করছিল। ওই সময় মহুরিপট্টি মুরাদ মেম্বরের শ্বশুরবাড়ির ভাড়াটিয়া জালাল উদ্দিনও বসা ছিল। কোনো এক সুযোগে সে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ওই ঘটনায় ধর্ষিতার মা পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ওই বছর ১৮ আগস্ট অভিযোগপত্র দাখিল করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান মিয়া। পরের বছর ৩ এপ্রিল ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল ১১ জনের মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।




রাইজিংবিডি/ঢাকা/১৩  আগস্ট ২০১৭/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়