ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ১৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াতসহ অন্যান্য ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার ভোর থেকে স্কয়ার হাসপাতালের উল্টো দিকের ভবনটি ঘিরে রাখা হয়েছে। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।’

জানা গেছে, ঘিরে রাখা ভবনে ওলিও ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেল রয়েছে। তবে ওই ভবনে কতজন জঙ্গি অবস্থান করছে এবং হোটেলে কতজন সাধারণ লোক রয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

হোটেলের চারতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাত। হোটেলে অবস্থানরত আবাসিক বোর্ডারদের রেসকিউ করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে সকাল পৌনে ১০টার দিকে ওই ভবনের ভেতর থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হচ্ছে।

সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশ।  তবে সে জঙ্গি না সাধারণ বোর্ডার তা জানা জায়নি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়