ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঘুষের মামলায় ডিএসসিসি কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষের মামলায় ডিএসসিসি কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : ঘুষের টাকাসহ গ্রেপ্তারকৃত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা তোফাজ্জল হোসেন জমাদ্দারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশন থেকে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দেয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান থানার নর্থ সার্কুলার রোডের ভুতের গলির বাসিন্দা মোস্তফা মো. আলীর বাড়ি থেকে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা পাওয়া যায়। একই সময় তার কাছে আরো ২ লাখ টাকা পাওয়ার গিয়েছিল।

মামলার এজাহারে বলা হয়েছে, কর কর্মকর্তা তোফাজ্জল হোসেন জমাদ্দার নগরীর বাসিন্দা মোস্তফা মো. আলীর নামে অধিক কর আরোপ করেন। পরে সেই কর কমানোর শর্তে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘটনার দিন ঘুষের টাকার মধ্যে ২০ হাজার টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি কলাবাগান থানায় দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কর কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়