ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এসআই জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য শেষ

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসআই জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য শেষ

নিজস্ব প্রতিবেদক : পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মৃত্যুর অভিযোগের মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলার বাদী এবং নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি সাক্ষ্য দেন। এরপর বিচারক আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

এদিন এসআই জাহিদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

মামলার বাদী ইমতিয়াজ হোসেন রকি এসব তথ্য জানিয়েছেন। গত ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- একই থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।

পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মারার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি আদালতে মামলাটি দায়ের করেন।

ওইদিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।





রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়