ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : স্ত্রী কোহিনুর আক্তার হত্যা মামলায় স্বামী রাজিব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডিতের ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন আদালত।

মামলাটির রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান জানান, রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়া মামলার অপর চার আসামি দণ্ডিতের আত্মীয় সজিব হোসেন, সাবিয়া বেগম, মোশারফ হোসেন ও মাহবুব আলম বাবুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডিত রাজিব হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

রাজধানীর খিলগাঁও থানাধীন ৫০/১, পূর্ব গোড়ানের বাসায় দাম্পত্য কলহের জের ধরে ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে রাজিব তার স্ত্রী কোহিনুরকে হত্যা করে।

ঘটনার পর নিহতের বাবা মো. বদুর হোসেন খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে খিলগাঁও থানার এসআই শাহাজাহান খান। আদালত মামলাটির বিচারকালে ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়