ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খায়রুল হককে কাঠগড়ায় তোলার দাবি মোশাররফের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খায়রুল হককে কাঠগড়ায় তোলার দাবি মোশাররফের

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া বক্তব‌্য আদালত অবমাননার শামিল, মন্তব‌্য করে এজ‌ন‌্য তাকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি তুলেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে মন্তব্যে খায়রুল হক সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছেন।’

তিনি বলেন, ‘যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন হয়ে থাকে বা এরই মধ্যে সরকারের দ্বারা কোনো চাপে পড়ে না থাকে; আমরা দাবি জানাব যে, স্বপ্রণোদিত হয়ে এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আদালত অবমাননার দায়ে কাঠগড়ায় দাঁড় করান।’

এখন কাঠগড়ায় দাঁড়াতে না হলেও ভবিষ‌্যতে জনগণ খায়রুল হককে কাঠগড়ায় দাঁড় করাবে বলে হুঁশিয়ার করেন বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক।

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

খন্দকার মোশাররফ বলেন, ‘খায়রুল হক সাহেব প্রথম বললেন, রায়টি পূর্বপরিকল্পিত। তারপরে তিনি বললেন, এই রায়টি আবেগতাড়িত। শনিবার তিনি আওয়ামী লীগের একটি সভায় গিয়ে বক্তব্য রেখেছেন। এভাবে তিনি বক্তব্য দিতে পারেন না।’

‘যে ব্যক্তি একটি রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারকে ভূলুণ্ঠিত করে দিয়েছেন, সেই ব্যক্তি আজকে ষোড়শ সংশোধনী বাতিলের যে রায়টি হয়েছে, যে রায়ে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে, আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেই রায়কে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছেন, সমালোচনা করছেন। তিনি সাবেক প্রধান বিচারপতি হয়ে এই ধরনের আচরণ করতে পারেন না’, বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস‌্য।

দেশের বর্তমান রাজনৈতিক সংকট ও বিপর্যয়ের জন্য খায়রুল হককে দায়ী করে তিনি বলেন, ‘তিনিও এই রায়কে নিয়ে রাজনীতি করছেন। তিনি আওয়ামী লীগের থেকেও বড় আওয়ামী লীগার হয়ে দেশের আইনকে অমান্য করে, সরকারি বেতনভুক্ত কর্মকর্তা হয়ে রায় সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন। এটি অনভিপ্রেত।’

সরকার বন্যাদুর্গতদের সহযোগিতা না করে ফটোসেশন করছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘জনগণের প্রতিনিধিত্বশীল সরকার থাকলে যেভাবে ত্রাণ নিয়ে ঝাপিয়ে পড়ত, এই সরকারকে সেভাবে দেখছি না। ত্রাণ যা দে্ওয়া হচ্ছে তা অপ্রতুল।’

এ সময় দলের নেতা-কর্মীসহ বিত্তবানদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান খন্দকার মোশাররফ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান বক্তব্য রাখেন। 



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়