ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিদ্দিকুরের চোখে আঘাত : পুলিশের তদন্ত প্রতিবেদন জমা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিদ্দিকুরের চোখে আঘাত : পুলিশের তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক : সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখের আঘাতের ঘটনায় তদন্ত শেষ করেছে পুলিশের রমনা বিভাগের তদন্ত কমিটি। পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে জমা দিয়েছে এ কমিটি। তবে প্রতিবেদনে কী আছে তা বিস্তারিত জানায়নি পুলিশ।

মঙ্গলবার বিকেলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার রাইজিংবিডিকে বলেন, ‘বিস্তারিত কমিশনার বলবেন। আমরা তদন্ত করেছি। প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়েছে।’

মারুফ হোসেন সরদার আরো বলেন, ‘টিয়ারশেলে না অন্য কোনো কারণে চোখ নষ্ট হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন।’

উল্লেখ্য, ২০ জুলাই পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় দু’চোখের দৃষ্টি হারান সিদ্দিকুর রহমান। এ ঘটনায় পুলিশের পৃথক দুটি কমিটি হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়