ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ৩৩০৫ মামলা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ৩৩০৫ মামলা

নিজস্ব প্রতিবেদক : আইন অমান্য করায় মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৩ হাজার ৩০৫টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একইসঙ্গে ২২ লাখ ৫৮ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৩০৫টি মামলা, ২২ লাখ ৫৮ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৫০টি গাড়ি ডাম্পিং ও ৬৫৪টি গাড়ি রেকার করা হয়।

তিনি আরো জানান, হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৭৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ২১টি, উল্টো পথে চলাচলে ৩৪৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ১৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়