ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়াসা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ৫

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াসা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার রায়েরবাগ থেকে ওয়াসা কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায়কালে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-লিটন শিকদার, রুমন শিকদার, দুলাল হোসেন, মো. জিয়াউর রহমান ও বিপ্লব।

র‌্যাব-৩ এর সিনিয়ার এএসপি আব্দুল করিম জানান, তারা প্রায়ই ঢাকার বিভিন্ন জায়গায় ওয়াসা কর্মকর্তা পরিচয়ে অপারেশনে বের হতো। গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে জরিমানা আদায় করতো। বিষয়টি জানতে পেরে আজ দুপুরের দিকে রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককালে তারা অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আব্দুল করিম।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়