ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানুষের সেবা করা ইবাদত : কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষের সেবা করা ইবাদত : কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের ইবাদত করার মতো ভালো ইবাদত আর নেই।

বুধবার ডিএমপি সদর দপ্তরের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাউথইস্ট ব্যাংক কর্তৃক প্রয়াত উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল ইসলামের সন্তানদের লেখাপড়ার বৃত্তির জন্য আর্থিক অনুদান অনুষ্ঠানে আছাদুজ্জামান বলেন, ‘মানুষ হিসেবে যদি সে মানুষের পাশে না দাঁড়ায়। মানুষ হিসেবে তার গুণাগুণ যাই থাকুক না কেন সে প্রকৃত মানুষ হতে পারবে না। ডিএমপি সবসময় মানুষের কল্যাণে তাদের পাশে থাকার চেষ্টা করে। যা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’

এর আগে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে শেখ সিরাজুল ইসলামের পরিবারকে শিক্ষাবৃত্তি সহায়তা হিসেবে ৬ লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় পুলিশ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৫ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে কর্তব্যরত মারা যান উত্তরখান থানার ওসি।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়