ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভাটারা থানার ওসি হাইকোর্টে

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাটারা থানার ওসি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : কোনো উপযুক্ত কারণ ছাড়া এক ব্যবসায়ীর গাড়ি আটকে রাখার ঘটনায় আদালতের আদেশে ভাটারা থানার ওসি হাইকোর্টে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বিচারপতি কাজী রেজা- উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার এক রিটের প্রেক্ষিতে কোনো উপযুক্ত কারণ ছাড়া এক ব্যবসায়ীর গাড়ি আটকে রাখার ঘটনায় ভাটারা থানার ওসিকে তলব করেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. জাকারিয়া লিটন।

গত ১৩ জুলাই ভাটারা থানাধীন শপিং মলের সামনে থেকে গাড়িটি আটক করা হয়। গাড়ির মালিক মোমেন উদ্দিন ওই দিন গাড়িটি পার্কে রেখে শপিংয়ে যান। কিন্তু শপিং থেকে ফিরে গাড়ি না পেয়ে স্থানীয় থানায় যোগাযোগ করেন। এরপর থানায় গাড়ি ফেরত চেয়ে একটি আবেদন করেন এবং গাড়ি ফেরত পেতে বারবার থানায় তাগাদা দেন। কিন্তু থানা কর্মকর্তাদের কোনো সদুত্তর না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়