ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্থ আত্মসাৎ মামলায় ন্যাশনাল ব্যাংকের ইভিপি কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থ আত্মসাৎ মামলায় ন্যাশনাল ব্যাংকের ইভিপি কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) শাহাবুদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এ আসামিকে আদালতে হাজির করেন।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মো. আবু হানিফ তার জামিন চেয়ে শুনানি করেন। আর দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার গভীর রাতে রমনায় তার নিজ বাসা থেকে শাহাবুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইভিপিসহ মোট ছয় আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যাংকে বন্ধক রেখে দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল ব্যাংক   লিমিটেডে ব্যাক টু ব্যাক এলসি খোলে ব্যবসা পরিচালনা করেন। সর্বশেষ ব্যাংকের দায়-দেনা বাবদ ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক মামলা দায়ের করে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়