ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গিগসের রেকর্ড ছুঁলেন ক্যাসিয়াস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গিগসের রেকর্ড ছুঁলেন ক্যাসিয়াস

ক্রীড়া ডেস্ক: ১৯৯৯ সালে অলিম্পিয়াকোসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছিল ইকার ক্যাসিয়াসের। ১৮ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে ওই অভিষেকের পর অনেকটা পথ হেঁটে এসেছেন স্প্যানিশ এ গোলরক্ষক।

বুধবার রাতে পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগে বেসিকতাসের বিপক্ষে খেলতে নেমে নতুন রেকর্ড ছুঁয়েছেন ক্যাসিয়াস। এ ম্যাচের মধ্য দিয়ে টানা ১৯ চ্যাম্পিয়নস লিগ মৌসুম খেলে রায়ান গিগসের রেকর্ড ছুঁয়েছেন বিশ্বকাপজয়ী এ গোলরক্ষক।

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর থেকে এ নিয়ে ১৬৯টি ম্যাচ খেলে ফেলেছেন ক্যাসিয়াস। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার দখলেই। চ্যাম্পিয়নস লিগে ১৫৭ ম্যাচ খেলে তার পরেই অবস্থান করছেন জাভি হার্নান্দেজ । এছাড়া ১৫১ টি ম্যাচ খেলেছেন রায়ান গিগস।

উয়েফার অফিসিয়াল পরিসংখ্যান থেকে দেখা যায়, ইউরোপিয়ান প্রতিযোগিতায় ক্যাসিয়াসের ম্যাচ সংখ্যা ১৭৬টি। ১৭৪ ম্যাচ খেলে তার পরে রয়েছেন পাওলো মালদিনি। এই তালিকায় ১৭৩ ম্যাচ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জাভি হার্নান্দেজ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়