ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজনৈতিক দলের নিবন্ধন সারা বছর চালু রাখার দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনৈতিক দলের নিবন্ধন সারা বছর চালু রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সারা বছর চালু রাখার দাবি জানিয়েছে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ দাবি জানান।

বক্তারা সরকারের কাছে  চার দফা দাবি জানান। দাবিগুলো হল-

১. ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-বি ধারা সংশোধন করতে হবে।

২. শুধু কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যালয় ও গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন দিতে হবে।

৩. জেলা পর্যায়ে আঞ্চলিক রাজনৈতিক দলের নিবন্ধন দিতে হবে।

৪. রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সারা বছর চালু রাখতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ গণআজাদী লীগ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন, সোনার বাংলা পার্টি, তৃণমূল জনতা পার্টিসহ ৮১টি নামসর্বস্ব রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করে।




রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়