ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জনতা ব‌্যাংকের প্রাক্তন এজিএমের বিরুদ্ধে চার্জশিট

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনতা ব‌্যাংকের প্রাক্তন এজিএমের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের প্রাক্তন এজিএম মো. শামী উল্লাহর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের কমিশন থেকে সম্প্রতি ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস শিগগিরই বিচারিক আদালতে চার্জশিট দাখিল করবেন। দুদকের জনসংযোগ দপ্তর থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১৬ সালের ৪ অক্টোবর রাজধানীর গেন্ডারিয়া থানায় শামী উল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলা দায়েরের পরপরই রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, জনতা ব্যাংকের প্রাক্তন এজিএম মো. শামী উল্লাহ জাল দলিলের মাধ্যমে ৪৫ লাখ ৬০ হাজার টাকা কর্মচারী গৃহনির্মাণ ঋণ দেখিয়ে অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা তথ্য দিয়ে গৃহনির্মাণ ঋণ বাবদ ৩২ লাখ টাকাসহ মোট ৭৭ লাখ ৬০ হাজার টাকা উত্তোলণ করে আত্মসাৎ করেন বলে তদন্তে অভিযোগ আনা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়