ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঋণ জালিয়াতি : মধুমতি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেপ্তার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঋণ জালিয়াতি : মধুমতি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঋণ জালিয়াতির মাধ্যমে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রাক্তন ব্যবস্থাপক ও মধুমতি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এম এম মঈনুল কবিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

আজই চট্টগ্রামের কোতোয়ালী থানায় ওই দুজনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। গ্রেপ্তারকৃত অন্য আসামি হলেন মেসার্স আর কে এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম।

সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুর কবির চন্দনের নেতৃত্বে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আইএফআইসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় মিথ্যা তথ্য প্রদান করে ওভার ড্রাফট হিসেবে ২ কোটি টাকা ঋণ সৃষ্টি করেন। পরবর্তী সময়ে রীতিনীতি লংঘন করে অসৎ উদ্দেশ্যে ঋণের শর্তাদি পালন না করে সরকারি ২ কোটি টাকা অন্য একটি প্রতিষ্ঠানের বরাবর পে-অর্ডার ইস্যু করেন। পরে ওই টাকা আত্মসাত করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়