ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেদ্দায় রাজপ্রাসাদের ফটকে গুলি, ২ রক্ষী নিহত

আলী নওশের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেদ্দায় রাজপ্রাসাদের ফটকে গুলি, ২ রক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় রাজপ্রাসাদের ফটকে এক বন্দুকধারী গুলি চালিয়ে দুই নিরাপত্তা রক্ষীকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

আলজাজিরা জানিয়েছে, শনিবার সকালের এ ঘটনায় নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে ওই হামলাকারীও নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীর পরিচয় প্রকাশ করে বলেছে, তার নাম মনসুর আল-আমরি। ২৮ বছরের ওই যুবক সৌদি নাগরিক। তার কাছে একটি কালাশনিকভ রাইফেল ও তিনটি মলোটভ ককটেল পাওয়া গেছে।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, আল সালাম প্রাসাদের পশ্চিম পাশের গেটের বাইরে চেক পয়েন্টে গাড়ি থেকে নেমে আমরি গুলি করা শুরু করে। নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালালে সে নিহত হয়।

সৌদি রাজপরিবার গ্রীষ্মকালে এই প্রাসাদ থেকে তাদের দাপ্তরিক কাজ চালায়। তবে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এখন দেশে নেই। তিনি এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় রয়েছেন। 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল তুর্কি আল আরাবিয়া টেলিভিশনকে জানিয়েছেন, আমরির বিরুদ্ধে অপরাধের কোনো রেকর্ড ছিল না। কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার কোনো যোগাযোগ থাকার বিষয়েও জানা যায়নি। কী উদ্দেশ্যে আমরি এ হামলা চালিয়েছে তা বের করতে তদন্ত শুরু করেছেন তারা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৭/এনএ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়