ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে হামলা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে হামলা

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচ ওয়ানডেতে বড় লজ্জাকে সঙ্গী করার পর টি-টোয়েন্টি সিরিজের ভারতের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারানোর পর টিম অস্ট্রেলিয়ার বাসে হামলার ঘটনা ঘটেছে।

গোয়াহাটিতে গতকাল রাতে জয়ের পর ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে হামলা হয় টিম অস্ট্রেলিয়ার বাসে। গোয়াহাটির কিছু ক্রিকেট ভক্তের এলোপাতাড়ি পাথর নিক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায় বাসের জানালার কাচ। ভাঙা জানালার একটি ছবি পোস্ট দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যারন ফিঞ্চ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উদ্বেগের কথা জানান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

গতকাল গোয়াহাটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বাঁ-হাতি ফাস্ট মিডিয়াম বোলার জ্যাসন বেহেরেনডর্ফের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। ১১৮ রানেই গুটিয়ে যায় ভারত।

সীমিত ওভারের সিরিজে ভারতে চলতি সফরে খুবই খারাপ সময় যাচ্ছে অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ে পেয়ে সমতায় এসেছে অসিরা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে পারলেও কিছুটা সান্তনা নিয়ে ফিরতে পারবে দলটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়