ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জনি হত্যা মামলায় প্রতিবেশীর সাক্ষ্য

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনি হত্যা মামলায় প্রতিবেশীর সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মৃত্যুর অভিযোগের মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে নিহতের প্রতিবেশী শরীফ আহমেদ টিটু সাক্ষ্য দিয়েছেন।

বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শরীফ তার জবানবন্দি প্রদান করেন। কিন্তু এদিন তা শেষ হয়নি। বিচারক আগামী ২৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।

এদিকে জবানবন্দিতে শরীফ আহমেদ বলেন, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানার ইরানি ক্যাম্পে বিল্লালের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পুলিশের সোর্স সুমন মেয়েদের সাথে অশোভন আচরণ করে। জনি তাকে বুঝায়, কিন্তু সে বোঝে না। পরে জনি তাকে একটা থাপ্পড় দেয়। সুমন সেখান থেকে চলে যায়। এরপর সে থানায় গিয়ে এসআই জাহিদসহ নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা ফায়ারিং করে। সেখান থেকে জনি এবং তার ভাই রকিকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে নিয়ে তাদের দুই ভাইকে একটা পিলারের সাথে হাতকড়া পড়িয়ে অমানবিক নির্যাতন চালায় তারা।

মামলার বাদী ইমতিয়াজ হোসেন রকি এসব তথ্য জানিয়েছেন। গত ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অন্য আসামি হলেন-একই থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।

জনিকে হত্যার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ইমতিয়াজ হোসেন রকি আদালতে মামলাটি দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়