ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ অক্টোবর থেকে শুরু হবে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে সফরকারী বাংলাদেশের প্রতিপক্ষ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। যার নেতৃত্বে রয়েছেন জিয়ান পল ডুমিনি। আছেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কেশব মহারাজ ও এইডেন মার্করামের মতো খেলোয়াড়রা।

ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠ নামবেন মাশরাফি-মুশফিকরা।

সাকিব আল হাসানকে ছাড়াই টেস্ট সিরিজ খেলতে হয়েছে বাংলাদেশকে। রঙিন পোশাকে খেলবেন সাকিব। চোট দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছিল তামিম ইকবালকে। বুধবার তামিম অনুশীলনে ফিরেছেন। প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না। তবে প্রথম ওয়ানডেতেই ফিরতে পারেন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশে যারা রয়েছেন :
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটসকি, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, মালুসি সিবোতো ও খায়া জোন্দো।

 


রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়