ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শাহজালালে এলইডি লাইটে সোনার চাকতি!

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে এলইডি লাইটে সোনার চাকতি!

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৭ লাখ ৩৫ টাকার সোনার চাকতি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দা বিমানবন্দরে  দুবাই ফেরত ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা মাহাবুবুল আলমের কাছ থেকে ২৪৮ গ্রাম স্বর্ণের চাকতি উদ্ধার করে, যা তিনি এলইডি লাইটের ভিতরে লুকায়িত অবস্থায় চাকতি আকারে নিয়ে আসেন। এ ছাড়া তার পরিহিত প্যান্টের প‍কেট থেকে চারটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয় যার ওজন ৯৯ গ্রাম। অভিযানে উদ্ধারকৃত মোট স্বর্ণের ওজন প্রায় ৩৪৭ গ্রাম। তিনি ইকে ৫৮৪ ফ্লাইটযোগে শাহজালালে বিমানবন্দরে অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে। তার সঙ্গে থাকা এলইডি লাইট ভেঙে স্বর্ণের চাকতি বের করা হয়।

এ আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়