ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিলার মামলায় চার আসামির বিরুদ্ধে সমন জারি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিলার মামলায় চার আসামির বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক : কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শহীদ মিলার স্বামী পারভেজ সানজারির পরিবারের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় চার আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন। এর আগে সকালে মিলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সমন জারি হওয়া অসামিরা হলেন-  মিলার দেবর এসএম আর রহমান বাপ্পি, দেবরের স্ত্রী আফরোজা রহমান লাবনী,  একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মো. আমিরুল ইসলাম ও শাশুড়ি আফরোজা নাসির।

বাদীপক্ষের আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েল এ তথ্য জানিয়েছেন।

মামলায় বলা হয়,  আসামিরা পরস্পর যোগসাজসে গত ৭, ৯ ও ১০ অক্টোবর ওই অনলাইনে বাদীকে নিয়ে বিভিন্ন মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন, যাতে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে।

উল্লেখ্য, এর আগে মিলা গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই মামলায় তিনি কারাগারে রয়েছেন।




রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়