ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিপদে মানুষের পাশে থাকতে হবে : ডিএমপি কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপদে মানুষের পাশে থাকতে হবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, বিপদে মানুষের পাশে থাকতে হবে। এতে মনুষত্বেরও পরিচয় ঘটে।

মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রয়াত উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে সিরাজুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে কমিশনার বলেন, ‘বিপদে মানুষের পাশে না থাকলে মনুষ্যত্ব থাকে না। ডিএমপি একটি পরিবার, একটি টিম। ডিএমপি’র কোনো সদস্য আহত বা নিহত হলে তাদের পাশে আমরা থাকব। শুধু টাকাই নয়, সহকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছি, সেটাই বড় কথা।’

এর আগে সিরাজুল ইসলামের পরিবারকে ৫ লাখ টাকার চেক তুলে দেন কমিশনার।



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়