ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাপেক্সের জিএমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাপেক্সের জিএমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বাপেক্স) জেনারেল ম্যানেজার (জিএম) একেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার কমিশন বৈঠকে এই চার্জশিট বা অভিযোগপত্র অনুমোদন দেয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

এর আগে গত ১৯ এপ্রিল রাজধানীর রমনা থানায় বাপেক্সের হিসাব ও অর্থ শাখার জিএম আনোয়ারুলের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কমিশনের দেওয়া এক নোটিশের পরিপ্রেক্ষিতে আনোয়ারুল ইসলাম দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে ওই টাকা গোপন রেখেছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে দুদক।



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়