ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ছিনতাইকারী ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছিনতাইকারী ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাজারিবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমতিয়াজ হেসেন (৩৫) ও কনস্টেবল গোলাম আজম (৩২)। তারা দুজনই হাজারীবাগ থানায় কর্মরত।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা জানান, তারা বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছেলেন। রাত ৩ টার দিকে এক রিকশার দুই যাত্রী অভিযোগ করেন, কয়েকজন ছিনতাইকারী তাদের টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে। পরে কমল কৃষ্ণসহ কয়েকজন পুলিশ সদস্য অভিযোগকারীদের নিয়ে ছিনতাইকারীদের ধরতে যান। তখন রাস্তার কাউকে পাওয়া যায়নি। পরে পাশের একটি ঝোপের মধ্যে কয়েকজনের কথার আওয়াজ শুনতে পেয়ে তারা  অভিযান চালায়। এসময় ছিনতাইকারীরা তাদের হাতে থাকা চাপাতি দিয়ে এএসআই ইমতিয়াজ ও কনস্টেবল গোলাম আজমকে আঘাত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়