ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বনানীতে উচ্ছেদ অভিযান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বনানীতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে বনানী আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার সারাদিন বনানীর বিভিন্ন ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বনানীর ই-ব্লকের ১৭/এ নম্বর রোডের ৩০ নম্বর প্লটে ভবনের সামনের সেটব্যাক এরিয়ায় (আবশ্যিক উন্মুক্ত জায়গা) অবৈধভাবে পরিচালিত ‘ক্যাটালন ফায়ার’ রেস্টুরেন্ট সিলগালা করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। একই রোডের ২৮ নম্বর প্লটের কার-পার্কিংয়ের জায়গায় ‘চাপ সামলাও’ নামে একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়। এ ছাড়া ডি-ব্লকের ১১ নম্বর রোডের ৭৬ নম্বর প্লটে ভবনের সেটব্যাক এরিয়ায় অবৈধভাবে নির্মিত একটি একতলা স্টিলের স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, জোন-৪ (গুলশান, মহাখালী, পূর্বাচল) এর পরিচালক অলিউর রহমান, অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামানসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা এতে সহায়তা প্রদান করে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়