ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিমানের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক : ঘুষ গ্রহণের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে বিমানের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম মাকসুদুল ইসলামকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শীর্ষ দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, ন্যাশনাল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. আব্দুল হামিদের মালিকানাধীন মোট নয়টি প্রতিষ্ঠান থেকে ঘুষ নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শীর্ষ ওই দুই কর্মকর্তা কোটি কোটি টাকা আত্মসাত করেন।

ওই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১২ অক্টোবর সুধেন্দু বিকাশ গোস্বামী ও মাকসুদুল ইসলামকে তলব করে চিঠি দিয়েছিল দুদক।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়