ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামায়াতের আমিরসহ আটজন কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামায়াতের আমিরসহ আটজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ আটজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে শনিবার আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিঞা। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন নামঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে, আসামিদের জামিন চেয়ে শুনানি করেন আব্দুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাসুম খান এসব তথ্য জানিয়েছেন।

কারাগারে যাওয়া অপর সাত আসামি হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর কমিটির আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর কদমতলী থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়