ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রকাশক দীপন হত্যায় প্রতিবেদন ১৯ ডিসেম্বর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশক দীপন হত্যায় প্রতিবেদন ১৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৯ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের  নতুন এ তারিখ ঠিক করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া রহমান রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর বিভিন্ন সময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন- মাঈনুল হাসান শামীম ওরফে সিফাত, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। এই তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়