ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢামেক থেকে চুরি হওয়া শিশুটি উদ্ধার হয়নি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেক থেকে চুরি হওয়া শিশুটি উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি হওয়া তিন মাসের শিশু জিম এখনো উদ্ধার হয়নি।

সোমবার দিবাগত রাতে মেডিসিন বিভাগ থেকে জিমকে ঘুমন্ত অবস্থায় কেউ তাকে নিয়ে গেছে বলে স্বজনেরা অভিযোগ করছেন।

মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে বলেন, শিশুটি উদ্ধারে পুলিশ কাজ করছে। সেক্ষেত্রে হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে।

শিশুটির মা সুমাইয়া আকতার অভিযোগ করেন, ‘৩১ অক্টোবর তার বাবা জুয়েল মিয়া অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এ জন্য শিশুটিকে নিয়ে রাতে হাসপাতালে থাকতে হয়। সোমবার রাতে জিমকে নিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর থেকেই তাকে আর পাচ্ছি না।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, একই ওয়ার্ডের আরেক রোগী সিদ্দিক মঙ্গলবার সকাল থেকে উধাও রয়েছেন। তার কাগজপত্রও পাওয়া যাচ্ছে না। তাকে সন্দেহ করে নারায়ণগঞ্জে পুলিশ অভিযান চালাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/মাকসুদ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়