ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিবি-সন্ত্রাসী গুলিবিনিময় : প্রতিবেদন দাখিল পিছিয়েছে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিবি-সন্ত্রাসী গুলিবিনিময় : প্রতিবেদন দাখিল পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু আজিফ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ ঠিক করেন।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকার গেন্ডারিয়া নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় হয়। এতে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রাহুল পাঠোয়ারী, তার সোর্স মৃদুল ও পথচারী সেলিম আহত হন। পথচারী সেলিম পেশায় গাড়িচালক।

ওই ঘটনায় পরদিন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম বাদী হয়ে শ্যামপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অস্ত্র ব্যবসায়ী রনি ওরফে পেট কাটা রনি ও শান্তর নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত তিন/চারজনকে আসামি  করা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়