ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা সুপ্রিম কোর্টে’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা সুপ্রিম কোর্টে’

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ফাইনাল ড্রাফট করে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। খুব অল্প সময়ের মধ্যেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহা চলে যাওয়ার পর বিচার বিভাগের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে কি না- এ প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান আইনমন্ত্রী।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়