ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৮ বছরে ৪৭ নদী ড্রেজিং করা হয়েছে : নৌমন্ত্রী

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮ বছরে ৪৭ নদী ড্রেজিং করা হয়েছে : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, গত ৮ বছরে দেশের প্রায় ৪৭টি নদী ড্রেজিং করা হয়েছে।

বৃহষ্পতিবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ড্রেজিং করা নদীগুলো হলো- ১. মেঘনা (আলুবাজার-হরিণাঘাট), ২. আড়িয়ালখাঁ, ৩. গোমতী, ৪. কীর্তনখোলা, ৫. কুশিয়ারা, ৬. ব্রহ্মপুত্র, ৭. মোংলা- ঘাষিয়াখালি চ্যানেল, ৮. ইছামতি, ৯. মগরা, ১০. কংস, ১১. মধুমতি, ১২. ডাকাতিয়া, ১৩. তেঁতুলিয়া, ১৪. কালাবদর, ১৫. যমুনা, ১৬. হুরাসাগর, ১৭. বড়াল, ১৮. লোহালিয়া, ১৯. সুরমা, ২০. গাবখান খাল, ২১. বালু, ২২. কুমার, ২৩. আপার কুমার, ২৪. লোহার কুমার, ২৫. খাগদোন, ২৬. তালতলা খাল, ২৭. কালিগঙ্গা, ২৮. তিতাস, ২৯. ধলেশ্বরী, ৩০. মনুমুখ, ৩১. ভৈরব, ৩২. আত্রাই, ৩৩. লাল মোহন, ৩৪. পোনা, ৩৫. বাউলাই, ৩৬. ধলেশ্বরী, ৩৭. সন্ধ্যা, ৩৮.  লালং, ৩৯. বিষখালী, ৪০. শীতলক্ষ্যা, ৪১. তুরাগ, ৪২. লাউকাঠি, ৪৩. মুখাইনগর নালা, ৪৪. শৈলাদহ, ৪৫. কীর্তিনাশা, ৪৬. ভোরাদিয়া।

মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বর্তমানে বিআইডব্লিউটিএর অধীনে অভ্যন্তরীণ ২৯টি নৌবন্দর রয়েছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী আরো জানান, বর্তমানে দেশে ২৩টি স্থলবন্দর আছে। এগুলো হলো- ১. বেনাপোল, ২. বুড়িমারী, ৩. আখাউড়া, ৪. সোনাসমজিদ, ৫. হিলি, ৬. ভোমরা, ৭. বাংলাবান্ধা, ৮. বিরল, ৯. টেকনাফ, ১০. তামাবিল, ১১. গোবড়াকুড়া-কড়ইতলী, ১২. বিবির বাজার, ১৩. দর্শনা, ১৪. বিলোনিয়া, ১৫. নাকুগাঁও, ১৬. রামগড়, ১৭. সোনাহাট, ১৮. তেগামুখ, ১৯. চিলাহাটি, ২০. দৌলতগঞ্জ, ২১. ধানুয়া কামালপুর, ২২. শেওলা এবং ২৩. বাল্লা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়