ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বাজে’ উইকেট, ভালো উইকেট পেলে আমরা রান করব : ম্যাককালাম

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাজে’ উইকেট, ভালো উইকেট পেলে আমরা রান করব : ম্যাককালাম

রংপুর রাইডার্সের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম

ক্রীড়া প্রতিবেদক : আজব এক চরিত্র ক্রিস গেইল। বিপিএল খেলতে এসেছেন অথচ অনুশীলনে নেই একদিনও। মাশরাফি বিন মুর্তজা একদিন তো বলেই দিয়েছিলেন, ওস্তাদের অনুশীলন লাগে না।’ কেন লাগেনা সেটা তার পরিসংখ্যানই বলে দেয়।

৩১১ ইনিংসে টি-টোয়েন্টিতে তার রান ১০৭৮১। টি-টোয়েন্টিতে তাকে তাই বলা হয় রাজা। কিন্তু সেই রাজা মাতাতে পারছেন না বিপিএল। দুবার তার দল রংপুর রাইডার্স শতরান করতে পারেনি। একবার ক্রিস গেইল ছিলেন দলে, আরেকবার ছিলেন না।

কিন্তু তার সতীর্থ এবং বিশ্ব ক্রিকেটের আরেক বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম দুবারই লজ্জার ম্যাচে খেলেছেন! বিপিএলে গেইল নিয়মিত এবং পরিচিত মুখ। তিনটি সেঞ্চুরিও রয়েছে। কিন্তু ম্যাককালামের এবারই প্রথম। আর প্রথম মুখোমুখিতেই তিক্ত অভিজ্ঞতা তার। গেইলের মতো রান পাচ্ছেন না ম্যাককালাম।

 



বুধবার তার নেতৃত্বে রংপুর রাইডার্স ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি। হারের কারণ ও ব্যাটিং ব্যর্থতার জন্য ম্যাককালাম দায়ী করেছেন মিরপুরের বাজে উইকেটকে। পুরস্কার বিতরণী মঞ্চে সরাসরি বলেছেন,‘উইকেট বেশ বাজে।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বলেছেন,‘আমার মনে হয় এটা খুব ‘বাজে’ উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে দর্শকরা রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এরকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আমার মনে হয় আজ যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।’

উইকেট নিয়ে অভিযোগের শেষ নেই ম্যাককালামের,‘এখানে তো আমি টার্ন আর বাউন্সের ব্যাপারে নিশ্চিতহতে পারছি না। বল কখনো কখনো ওপর দিয়ে চলে যাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি, ওরা জানিয়েছে আগে পিচ বেশ ভালো ছিল। কিন্তু একজন স্ট্রোকমেকার হিসেবে এখানে খেলা অনেক কঠিন হচ্ছে। অবশ্যই, আমার পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। তবে আরেকটু ভালো উইকেট পেলে ভালো হতো। সেক্ষেত্রে আমি হয়তো আরেকটু বেশি ধারবাহিক হতে পারতাম।’
 



ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে বেশ উচ্ছ্বাস ছিল। কিন্তু চাহিদামতো কিছুই করতে পারেননি তারা। গেইল ৮ ম্যাচে করেছেন ২১০ রান, আর ম্যাককালাম ৯ ম্যাচে ১৫২ রান। টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো গেইল-ম্যাককালমের ব্যাটে রান না পওয়াটা বিস্ময়কর। রান না পাওয়ায় কষ্ট রয়েছে তাদের। রান পাবেন কিনা সেই আশ্বাসও দিলেন না। তবে একটা জিনিস প্রত্যাশা করছেন ম্যাককালাম,‘ভালো ও গতিময় উইকেট পেলে তো ভালো কিছু আশা করতেই পারি।’

আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ নেই ম্যাককালামের। তবে স্থানীয় আম্পায়ারদের বড় ম্যাচের চাপ নেওয়ার ধারাবাহিকতা রাখার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়