ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়েক আপ চিটাগাং অনুষ্ঠিত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েক আপ চিটাগাং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে হাজারো তারুণ্যের উচ্ছ্বাসে নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়েক আপ চিটাগাং।

চট্টগ্রামের বৃহত্তম ফিটনেস সেন্টার হ্যামার স্ট্রেংথ এবং ইংলিশ স্টুডিও গ্রে গুচের আয়োজনে দেশের অনেক তারকা বক্তা ও সংগীত শিল্পীদের নানা পরিবেশনায় সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজনে চট্টগ্রামের ১৫টি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এর আয়োজক হ্যামার স্ট্রেংথ’র চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ এবং গ্রে গুচ’র সিইও আজিজুল কাদেরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে তারুণ্যের দক্ষতা বৃদ্ধি এবং জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণামূলক বক্তব্য রাখেন- সালমান মুক্তাদির, আয়মান সাদিক, অভিনেতা মিশু সাব্বির, লেখক ও গল্পকার সাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নোমান এবিএম আবু, চেরিমেচান গ্রুপের নির্বাহী পরিচালক আখতারুজ্জামান মাহমুদ পারভেজ, উদ্যোক্তা কামাল হোসাইন শিমুল, অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা ‘পাঠাও’ এর পরিচালক (হিউম্যান রিসোর্স) সিফাত হোসেন, সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল করিম, মিডিয়া ব্যক্তিত্ব ফাহাদ লোকমান।  গান শোনানোর পাশাপাশি নিজের জীবনের উঠে আসার গল্প শুনিয়ে তরুণদের উদ্বুদ্ধ করেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, লোক সংগীতশিল্পী ইমরান হোসাইন। সারা দিনের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চট্টগ্রামের উপস্থাপক স্মিতা চৌধূরী।

আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার ছিল- দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আজাদী, ইলেক্ট্রনিক্স মিডিয়া পার্টনার চ্যানেল আই।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ ডিসেম্বর ২০১৭/রেজাউল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়