ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে দুদকে তলব

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : রাজস্ব আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের তলব করে পৃথক চিঠি দিয়েছেন দুদক পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন । দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের চিঠিতে আবুল খায়ের গ্রুপের পরিচালক আবুল কাশেমকে ২১ ডিসেম্বর ও অপর দুই পরিচালক মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ শফিকুল ইসলামকে আগামী ২৪ ডিসেম্বর দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

প্রণব জানান, আবুল খায়ের মালিকদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অসৎ কর্মকর্তাদর যোগসাজশে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি, ব্যাংকের টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে তাদের বক্তব্য নেওয়ার জন্য তলব করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়