ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপি প্রার্থীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি প্রার্থীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক : ঋণ খেলাপির অভিযোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংকের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টে বেঞ্চ এ আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শামীন খালেদ। এর আগে গত মঙ্গলবার বিএনপির মেয়র প্রার্থী বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট করেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

গত ২১ নভেম্বর রংপুর সিটি করপোরেশন  (রসিক) নির্বাচনে মেয়র পদে কাওসার জামান বাবলাকে দলীয় মনোনয়ন দেন বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যয়নপত্রটি বাবলার প্রতিনিধি হিসেবে গ্রহণ করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়