ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

নব্য জেএমবির প্রতিষ্ঠাতাসহ তিনজন রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নব্য জেএমবির প্রতিষ্ঠাতাসহ তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিকসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন- আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশির ও জিয়াদুল ইসলাম।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপুলিশ পরিদর্শক মো. মাহফুজুল হক চৌধুরী আসামিদের আদালতে হাজির করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

প্রসঙ্গত, বুধবার দিনগত রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ২০০টি ডেটোনেটর উদ্ধার করা হয়।




রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়