ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃহস্পতিবার ৬ পৌরসভা ও ৩৭ ইউপিতে ভোট

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃহস্পতিবার ৬ পৌরসভা ও ৩৭ ইউপিতে ভোট

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার দেশের ছয়টি পৌরসভা ও ৩৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

আসাদুজ্জামান জানান, এ ছাড়া ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন, একটি ইউনিয়ন পরিষদের বন্ধঘোষিত একটি ভোটকেন্দ্রে (সংরক্ষিত আসনের ও সাধারণ আসনের জন্য) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌরসভাগুলো হলো- পঞ্চগড় জেলার বোদা পৌরসভা, নাটোর জেলার বনপাড়া পৌরসভা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভা, জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরসভা, রাজশাহী জেলার বাঘা পৌরসভা এবং দিনাজপুর জেলার বিরল পৌরসভা।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে এসব নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সকল কেন্দ্রের নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।



রাইজিংবিডি/ ঢাকা/ ২৭ ডিসেম্বর ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়