ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বাবা আমরা জিতেছি, পেয়েছি এক লাখ টাকা’

জাকির হুসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাবা আমরা জিতেছি, পেয়েছি এক লাখ টাকা’

ওয়ালটনের লাখ টাকার ক্যাশ ভাউচারে কেনা পণ্য গ্রহণকালে স্ত্রী-সন্তানদের নিয়ে হাস্যোজ্জ্বল নাবির হোসেন

জাকির হুসাইন : ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ফ্রিজ কিনতে গিয়েছিলেন মো. নাবির হোসেন। ফ্রিজ কেনার সময় জানতে পারেন ওয়ালটনের ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চলছে। এতে কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার দিচ্ছে ওয়ালটন। নাবির হোসেনের ভাগ্য ছিল সুপ্রসন্ন। কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে তিনি পান লাখ টাকার ক্যাশ ভাউচার।

ওয়ালটন শোরুমে থাকতেই ক্যাশ ভাউচারের মেসেজ দেখে আনন্দে চিৎকার করে ওঠে তার ছেলে। বলতে থাকে ‘বাবা, আমরা জিতেছি। পেয়ে গেছি এক লাখ টাকার পুরস্কার।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা মো. নাবির হোসেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখী পরিবার তার। ছেলেটি কলেজে পড়ছে। মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দেবে। পেশায় মাছ ব্যবসায়ী নাবির জানান, তার এই সুখী পরিবারের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে ওয়ালটন।

ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাইজিংবিডিকে মো. নাবির হোসেন বলেন, ‘গরিব ঘরে জন্ম আমার। প্রতিনিয়ত জীবন যুদ্ধে সংগ্রাম করতে হয়। তবে এতে আমার কোনো আফসোস নেই। স্বল্প পুঁজি নিয়ে মাছের ব্যবসা করি। ব্যবসা থেকে যা আয় হয়, তাতে কোনো মতে দিন চলে যায়। এতেই আমি খুশি। আল্লাহর কাছে এর চেয়ে বেশি চাওয়ার নেই আমার।’

তিনি বলেন, ‘আমার আর্থিক অবস্থা বিবেচনা করে স্ত্রী কখনো কোনো জিনিস কেনার জন্য চাপ দেয়নি। তবে এখনকার সময় একটি ফ্রিজের খুবই দরকার ছিল। তাই টাকা জোগাড় করতে থাকি। তাছাড়া ওয়ালটন পণ্য কিস্তিতে কেনারও সুযোগ আছে বলে জানতে পারি। তাই কিছু টাকার ব্যবস্থা হলে আর দেরি করিনি।’

নাবির জানান, ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে গত ২৬ ডিসেম্বর টেকনাফ বাজারে ওয়ালটনের শোরুম নাফ ইলেক্ট্রনিক্স গ্যালারিতে যান তিনি। পরিবারের সবার পছন্দ হয় ১৪ সিএফটি মডেলের একটি ফ্রিজ। যার দাম ২৬ হাজার টাকা। তবে সামান্য ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ফ্রিজটি কেনেন তিনি। এর আগে শোরুমের ভেতরে-বাইরে ঝুলানো ব্যানারে ওয়ালটনের কোটি কোটি টাকার অফার দেখতে পায় তার ছেলে। শোরুমের বিক্রয়কর্মীরাও তাদেরকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলেন।

 


নাবির হোসেনের হাতে লাখ টাকার ক্যাশ ভাউচার ও অন্যান্য পণ্য তুলে দেওয়া হচ্ছে

 

তিনি বলেন, ‘ফ্রিজ কেনার পর আমার মোবাইল নম্বর দিয়ে অফারে অংশ নেওয়ার জন্য সব প্রক্রিয়া শেষ করেন কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরেই মোবাইলে একটা মেসেজ আসে। আমার ছেলে মেসেজটি পড়েই চিৎকার দিয়ে উঠে। বলতে থাকে, বাবা আমরা জিতেছি। পেয়ে গেছি এক লাখ টাকার পুরস্কার। ছেলের আনন্দ আমাদের মাঝেও ছড়িয়ে পড়ে। আমরা সবাই খুব খুশি। আমাদের পুরস্কার পাওয়ার খবর শুধুমাত্র টেকনাফ নয়, গোটা কক্সবাজার এলাকায় ছড়িয়ে পড়েছে।’

লাখ টাকার ক্যাশ ভাউচার দিয়ে কী কী পণ্য কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক কিছু কিনেছি। এর মধ্যে আছে ওয়াশিং মেশিন, আরো একটি ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, রাইস কুকার, প্রেসার কুকারসহ ১৫টি আইটেমের পণ্য। ওয়ালটনের দেওয়া পুরস্কারের টাকা দিয়ে এমন সব পণ্য কিনেছি যেগুলো হয়তো আমি কোনো দিনই কিনতে পারতাম না।’

তিনি বলেন, ‘আমাদের পরিবারে এখন খুশির বন্যা বইছে। খুবই প্রয়োজন তারপরেও একটি ফ্রিজ কিনতে পারছিলাম না। অথচ কিস্তিতে সেই ফ্রিজটি কিনে উপহার পেয়েছি আরো ১৫টি পণ্য। তবে যাদের কারণে আমাদের পরিবারে সমৃদ্ধি এসেছে। আমিও তাদের পরিবার, তাদের কোম্পানির জন্য দোয়া করছি। ওয়ালটন যেন আরো ভালো করতে পারে। ক্রেতাদের সেবায় সামনের দিনগুলোতে আরো নতুন নতুন অফার নিয়ে হাজির হতে পারে। আমি ওয়ালটন কোম্পানির মঙ্গল কামনা করছি।’

এদিকে নাফ ইলেক্ট্রনিক্স গ্যালারির সত্ত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল বলেন, ‘নাবির হোসেন খুবই ভাগ্যবান। কারণ গোটা কক্সবাজারের মধ্যে শুধু তিনিই লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। তার আগে ৫ বা ১০ হাজার টাকার পুরস্কার অনেকে পেলেও লাখ টাকা কেউ পায়নি। নাবির হোসেনের এই প্রাপ্তিতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকি এখন আমার শোরুমে বিক্রিও অনেক বেড়েছে।’

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/অগাস্টিন সুজন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়