ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতের মঞ্চে ‘গুণজান বিবির পালা’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের মঞ্চে ‘গুণজান বিবির পালা’

বিনোদন ডেস্ক : ভারত যাচ্ছে ঢাকার প্রথম সারির নাটকের দল পদাতিক নাট্য সংসদের নতুন প্রযোজনা ‘গুণজান বিবির পালা’। ভারতের নদিয়া জেলার চাকদাহতে স্থানীয় নাট্যজনদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্যমেলা।

১৭ জানুয়ারি এ নাট্যমেলায় নাটকটি প্রদর্শিত হবে। এ উপলক্ষে আগামীকাল রাতে পদাতিকের একটি দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন নাটকটির রচয়িতা ও নির্দেশক সায়িক সিদ্দিকী।

সায়িক সিদ্দিকী বলেন, ‘নাটকে অনেকটা অংশ ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালায় থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। প্রায় ৪ মাস পরিশ্রম করে পদাতিকের ছেলে-মেয়েরা  শিল্পের আঙ্গিক কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছে। এতদিনের পরিশ্রমের মাধ্যমে তুলে আনা এই কাজটি যদি দর্শকদের মনে এতটুকু ভালো লাগার জন্ম দিতে পারে তা হলে আমরা স্বার্থক।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, মো. ইমরান খাঁন, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, জিতু, শরীফুল ইসলাম, আবু সাইদ, জয়, পৃথা, আকাশ,জীবন,রাশেদ, শারমিন।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায়  অতিকুল ইসলাম জয়, পোশাক দ্রব্য ও কোরিওগ্রাফি  সাঈদা শামছি আরা। সংগীতায়োজনে হুমায়ন আজম রেওয়াজ, হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান। প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়