ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাবেলা সিজার হত্যা মামলায় পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাবেলা সিজার হত্যা মামলায় পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় পুলিশ পরিদর্শক মো. মোরশেদ খান আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তিনি সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৫ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এসব তথ্য জানিয়েছেন।

সাক্ষ্যগ্রহণকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

তাবেলা সিজার হত্যা মামলা তদন্ত করেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী। তিনি ২০১৬ সালের ২৮ জুন এ মামলায় কাইয়ুম কমিশনারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অপর ছয় আসামি হলেন- এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙরি সোহেল।

এ মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে গত বছরের ২৫ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়