ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭ কোটি টাকার সম্পদ : স্ত্রী-কন্যাসহ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ কোটি টাকার সম্পদ : স্ত্রী-কন্যাসহ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে স্ত্রী ও কন্যাসহ ব্যবসায়ী কামরুল ইসলাম ঢালীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দু্র্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- ময়মনসিংহের বাসিন্দা মো. কামরুল ইসলাম ঢালী, তার স্ত্রী ফাতেমা আক্তার ও কন্যা খাইরুন্নাহার (শিলা)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি কামরুল ইসলাম ঢালী, তার স্ত্রী ও কন্যার নামে ২০১৫ সালের ১৬ নভেম্বর দুদকে দাখিলকৃত ৬ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ১৩৫ টাকা সম্পদের মধ্যে মাত্র ৫ লাখ ৩৭ হাজার  ৯০০ টাকার সম্পদের বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়। ৬ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২৩৫ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এছাড়া তার দাখিলকৃত সম্পদের বাইরে তার স্ত্রী ও কন্যার নামে আরো ৯১ লাখ ৩৬ হাজার ৯৩৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যা তিনি গোপন করেছেন বলেও দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। তাই দুদক আইনর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করে দুদক।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়