ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন জিম্বাবুয়ের ভিটোরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন জিম্বাবুয়ের ভিটোরি

ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালের জানুয়ারি মাসে জিম্বাবুয়ের পেসার ব্রিয়ান ভিটোরির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। তার এক মাসের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়। নিজেকে শুধরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেটা যাচাই-বাছাই শেষে আবারো ভিটোরিকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অনুমতি দেওয়া হয়েছে।

দুই বছর আগে বাংলাদেশের বিপক্ষে খুলনায় চার ওভার বল করে ৪৫ রান দিয়েছিলেন জিম্বাবুয়ের এই বোলার। তখনই তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। এরপর তিনি চেন্নাইতে তিনি বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কিন্তু সেখানে দেখা যায় তার সবগুলো ডেলিভারিই আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। পরে তাকে নিষিদ্ধ করা হয়। এরপর নিজেকে শুধরে আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

অবশ্য নিষিদ্ধ হওয়ার পর থেকে ভিটোরি জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। সবশেষ ২০১৭ সালের ডিসেম্বরে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। ২৭ বছর বয়সী এই পেসারের অভিষেক হয় ২০১১ সালের আগস্টে। অভিষেকের পর জিম্বাবুয়ের হয়ে এ পর্যন্ত ৪টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়