ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কারাগারে জঙ্গি শনাক্তে দুই-তিন মাস লাগে’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কারাগারে জঙ্গি শনাক্তে দুই-তিন মাস লাগে’

নিজস্ব প্রতিবেদক : কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, কোর্ট ইন্সপেক্টর জেল ওয়ারেন্টের সঙ্গে জঙ্গি শনাক্তকারী কাগজ না পাঠানোয় জঙ্গি শনাক্তে দুই থেকে তিন মাস সময় লেগে যায়।

রোববার দুপরে কারা অধিদপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, শনাক্ত করা সকল জঙ্গিকে তাদের নিজ নিজ সংগঠন অনুযায়ী একই সেলে রাখা হয়। তাই তারা নিজেদের সঙ্গে আলোচনা করতে পারলেও অন্য জঙ্গি সংগঠন বা সাধারণ বন্দিদের মোটিভেট করার সুযোগ পায় না।

জঙ্গিদের ডিমোটিভেট করার পরিকল্পনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এমন পরিকল্পনা থাকতে পারে। তবে বাহির থেকে কাউকে এনে ডিমোটিভেট নয়, এর জন্য নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে করতে হবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়