ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিরপেক্ষ সরকার ইস্যুতে সবাইকে জেগে ওঠার আহ্বান

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরপেক্ষ সরকার ইস্যুতে সবাইকে জেগে ওঠার আহ্বান

‌জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘ভোটাধিকার ফিরে পেতে’ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুতে জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম ব‌লেন, ‘আমা‌দের কথা প‌রিষ্কার, রাজ‌নৈ‌তিক সঙ্কট নিরস‌নে নির্বাচন চাই। ত‌বে সেই নির্বাচন হ‌তে হ‌বে অতিদ্রুত এবং সেটি নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে। যে নির্বাচ‌নে দে‌শের মানুষ তার ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পা‌রে।’

‘আমা‌দের যে ভোটা‌ধিকার কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছে, তা ফি‌রি‌য়ে আন‌তে সবাইকে জে‌গে উঠ‌তে হ‌বে। সজাগ হ‌তে হ‌বে’, বলেন তিনি।

বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হচ্ছে অভিযোগ করে দলের এই নেতা বলেন, ‘নেতা-কর্মী‌দের কারাগারে রে‌খে দে‌শে কোনো নির্বাচন হ‌বে না। মিথ্যা মামলা প্রত্যাহার কর‌তে হ‌বে। নির্বাচ‌নের জন্য লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে হ‌বে।’

তি‌নি ব‌লেন, ‘বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে যেখা‌নে সপ্তাহে ৩ থে‌কে ৪ দিন আদাল‌তে যে‌তে হ‌বে আর প্রধানমন্ত্রী হে‌লিকাপ্টা‌রে চ‌ড়ে ভোট চে‌য়ে বেড়া‌বেন সেখা‌নে সুষ্ঠু নির্বাচন হ‌তে পা‌রে না।’

বিএন‌পির প্র‌তিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমা‌নের ৮২তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে দুঃস্থদের মা‌ঝে ত্রাণ বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সর্ব‌ক্ষে‌ত্রে ব্যর্থ হয়েছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তা‌দের উন্নয়ন শুধু মাত্র এক‌টি গো‌ষ্ঠীর জন্য। আর সে গো‌ষ্ঠী যারা ধনী তারাই ধনী হ‌চ্ছে। এমন তা‌দের উন্নয়ন যে আজ ঢাকায় গা‌ড়ি চ‌লে না। ঘণ্টার পর ঘণ্টা প‌থেই ব‌সে থাক‌তে হয়।’

ম‌হিলা দ‌লের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা ক‌রে বিএনপি মহাসচিব ব‌লেন, ‘প্রতি‌টি ক্ষে‌ত্রে ম‌হিলা দল এগি‌য়ে চল‌ছে। ম‌হিলা দলই একমাত্র সংগঠন যে তারা শত প্রতিকূলতার মা‌ঝেও প্রতি‌টি সাংগঠ‌নিক জেলা সফর করে কাউ‌ন্সিল কর‌তে পা‌রছে। এমন‌কি ঢাকায় যে সমস্ত কর্মসূ‌চি পা‌লিত হয় তা‌তেও এগিয়ে ম‌হিলা দল।’

এ সময় ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, সি‌নিয়র সহ-সভাপ‌তি নুরজাহান ইয়াস‌মিন, সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হে‌লেন জে‌রিন খানসহ মহিলা দ‌লের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়