ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শতাধিক প্রেক্ষাগৃহে শুভ-তানহার ‘ভালো থেকো’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতাধিক প্রেক্ষাগৃহে শুভ-তানহার ‘ভালো থেকো’

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু। বেশ কিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ করেছেন ‘ভালো থেকো’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

আগামীকাল শুক্রবার ‘ভালো থেকো’ সিনেমাটি সারাদেশে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এখন পর্যন্ত ১০০টি হল বুকিং করা হয়েছে। আরো কয়েকটি হলে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

শুভ-তানহা ছাড়াও আরো অভিনয় করেছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ।

২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর রাজধানীর উত্তরার আপন ঘরসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হয়। এ ছাড়া নেপালেও দুটি গানের দৃশ্যায়ন করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়