ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যেই দুর্নীতি করুক বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেই দুর্নীতি করুক বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যেই দুর্নীতি করুক তাকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি প্রমাণ হওয়ায় রায় হয়েছে। এক্ষেত্রে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সকালে উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে মন্ত্রী আরো বলেন, ‘বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন। খালেদা জিয়্রা মামলার বেলায় তেমনই হয়েছে। এখন আদালতের এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না।’

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির সমাবেশে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

 





রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৮/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়