ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খালেদা জিয়ার রায়ের দিন সহিংসতায় ঘটনায় ৫ মামলা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার রায়ের দিন সহিংসতায় ঘটনায় ৫ মামলা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের দিন রাজধানীতে সহিংসতার ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরাকারী কাজে বাঁধা দেওয়া, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে গতকাল শুক্রবার শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় তিনটি মামলা দায়ের করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে।

শাহবাগ ও রমনা থানা সূ্ত্রে জানা গেছে, মামলায় উল্লেখ রয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজা থেকে আদালতে যাওয়ার সময় সহিংসতার ঘটনাগুলো ঘটেছে। দুই থানায় দায়ের করা পাঁচ মামলায় কেন্দ্রীয় নেতা-কর্মীসহ ৩৬৮ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে অনেককেই মামলার আসামি করা হয়েছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, তার থানায় দায়ের করা তিনটি মামলায় ১৬০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, তার থানায় দায়ের করা দুইটি মামলায় ২০৮ জনকে আসামি করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়