ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ধর্ম অবমাননার শাস্তি সুরা মুখস্থ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ম অবমাননার শাস্তি সুরা মুখস্থ

আন্তর্জাতিক ডেস্ক : খ্রিস্টান ধর্মঅবমাননার দায়ে তিন মুসলমান তরুণকে পবিত্র কুরআনের সুরা আল-ইমরান মুখস্থ করার নির্দেশ দিয়েছে লেবাননের ত্রিপোলির একটি আদালত।

সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ওই তিন তরুণ হজরত ঈসার (আ.) মা হজরত মারিয়াম (আ.) এর অবমাননা করেছিল।

সুরা আল-ইমরানে হজরত মারিয়াম (আ.) ও হজরত ঈসা (আ.) এর সম্মান ও মর্যাদা সম্পর্কে বর্ণনা রয়েছে।

গত সপ্তাহে উত্তর লেবাননের ত্রিপোলির একটি আদালতের বিচারক জোসেলিন মাত্তা জানিয়েছেন, তিনি এই রায়ের মাধ্যমে ওই তরুণকে সহনশীলতা এবং হজরত মারিয়াম (আ.) এর প্রতি শ্রদ্ধা-ভালোবাসার ‌বিষয়ে ইসলামের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে চেয়েছেন।

বিচারক বলেন, ‘আইন মানে কেবল কারাগার নয়, এটি একটি শিক্ষারও মাধ্যম।’

বিচারক মাত্তার এই রায়কে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, এই রায় ন্যায়বিচারের উৎকৃষ্ট দৃষ্টান্ত এবং ইসলাম ও খিষ্ট্রান ধর্মের মধ্যে যে সম্প্রীতির বিষয়টি রয়েছে তা শিক্ষা দেবে।

দেশটির দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী নিকোলাস তুয়েনিও রায়ের প্রশংসা করে বলেছেন, বিচারক মাত্তার রায় সামাজিক সমস্যা সমাধান ও ধর্মীয় অসহিষ্ণুতা দূর করার ক্ষেত্রে অনুসরণযোগ্য।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়